FANDOM


ওয়েশ করনি ছিলেন একজন ধার্মিক ব্যক্তি।তার অন্ধ ও খোঁড়া মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিলনা।সুতারাং তার বেশীর ভাগ সময় ব্যয় তার মাকে দেখাশুনা করার জন্য।তাদের জীবিকার দিনের বেলায় রাখাল হাসেবে কাজ করতেন।রাতের বেশীর ভাগ সময় তিনি প্রার্থনা আর ধ্যান করতেন।তিনি তার দরিদ্র প্রতিবেশীদের সাহায্য করার জন্য উপবাস থাকতেন।ওয়েষ করনি ছিলেন হযরত মোহাম্মদ সাঃ এর অন্ধ অনুসারী।কিন্তু তাঁর সাথে মুখোমুখি সাক্ষাৎ করার ভাগ্য ছিলনা।সুতারাং তিনি শেষবারের মত অন্তত একবার দেখা করার জন্য ইচ্ছা পোষণ করলেন।মদিনা থেকে তীর্থযাত্রীদদের সঙ্গে আগ্রহের সাথে অনেক কথা বললেন।তিনি মহানবীর জীবন ও শিক্ষা সম্পর্কে ব্যাপক তাদের প্রশ্ন করলেন।দিন যতই গড়িয়ে গেল মহনবীকে দেখার আগ্রহ ততই শক্তিশালী হল।সুতারাং তিনি তার মায়ের নিকট গেলেন এবং অনুমতি নিলেন।তার মা তাৎক্ষাণিকভাবে রাজি হলেন এবং বললেন,

হ্যা , যাও এবং মহানবীকে তার বাড়িতে নিয়ে দেখ আর তাড়াতাড়ি ফিরে এসো।